Header Ads

Header ADS

সবাই চাকরির কথা বলে, কিন্তু শিক্ষার দরজা কতটা খোলা— সে কথা কেউ তো বলে না!


 

🌍 সবাই চাকরির কথা বলে, কিন্তু শিক্ষার দরজা কতটা খোলা— সে কথা কেউ তো বলে না!

পৃথিবীর উন্নত দেশগুলো জানে, ডিপ্লোমা আলাদা কোনো পথ নয়। সেখানে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, বিএসসি—সবই মিশে যায় একই ভবিষ্যতের নদীতে। ইউরোপে এক ডিপ্লোমা গ্রাজুয়েট প্রকল্প চালায় দৃঢ় হাতে, তার অধীনে কাজ করে পিএইচডিও।
কেউ কারো সম্মান খর্ব করে না— কারণ তারা জানে, জ্ঞান আর কাজ— দুটোই সমান স্রোতধারা।

কিন্তু আমাদের দেশে ছবিটা ভিন্ন।
এখানে যেন ডিপ্লোমা শিক্ষার্থী এক ভিন্ন গ্রহের মানুষ।
বিশ্ববিদ্যালয়ের আঙিনায় তার প্রবেশ নেই, ক্রেডিট মেলানোর কোনো সেতু নেই।
একই লক্ষ্য, একই জ্ঞান — অথচ দুটি আলাদা রাস্তা!


⚙️ সময় বদলাবে— TVET-এর গুরুত্ব ঠেকানো যাবে না

দেশ গড়তে লাগবে হাতেকলমে কাজ জানা মানুষ,
যাদের হাতে গড়ে উঠবে শিল্প, প্রযুক্তি, আর উদ্ভাবনের ভিত্তি।
ইট, লোহা, তার, কোড— এই ঘামে ভেজা পরিশ্রমই আগামী প্রজন্মের শক্তি।

এসএসসি+এইচএসসি+বিএসসি— আট বছরের পথ,
কিন্তু ডিপ্লোমা নিয়ে কেন হবে দশ বছরের জট?
আমরা চাই এক স্রোতধারা, এক নীতি—
যেখানে তিন বছরে ডিপ্লোমা শিক্ষার্থীও পৌঁছে যাবে বিএসসির আলোয়।


💡 ষড়যন্ত্র ভাঙো, কৌশলের দেয়াল গুঁড়িয়ে দাও

কারিগরি আর প্রকৌশলকে আলাদা রেখো না।
বাংলাদেশের ভবিষ্যৎ শুধু এসি রুমে বসা অফিসারদের হাতে নয়—
বরং হাজার ডিপ্লোমা শিক্ষার্থীর ঘামে, তাদের স্বপ্নে, তাদের কাজে।

এই প্রজন্মের কারিগরই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ,
যেখানে প্রযুক্তি, দক্ষতা ও শিক্ষার বন্ধন হবে এক নদীর স্রোত। ❤️


📣 Author:

✍️ Rakibul Hasan Blogger
🎓 Diploma Engineer | Content Creator | Freelancer

📍 Narayanganj, Dhaka, Bangladesh


#rakibulhasanblogger #RakibulHasan #Bangladesh #কারিগরি #TVET #ডিপ্লোমা #বুয়েট #EducationInBangladesh #TechnicalEducation #FutureOfBangladesh #highlightsシ゚ #rakibulhasan27

No comments

Powered by Blogger.